সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ - ১৫:১১
ইমাম হোসাইন (আ.)এর জিয়ারতকারীদের সাহায্যকারীর জন্য অসাধারণ পুরস্কার

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে ইমাম হোসাইন (আ.)-এর জিয়ারতকারীদের সাহায্যকারীর জন্য অপরিসীম সওয়াবের কথা বলেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "কামিলুজ জিয়ারাত" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীস নিম্নরূপ:

هشَامُ بْنُ سَالِمٍ عَنْ أَبِی عَبْدِ اللَّهِ ع:.. قُلْتُ: فَمَا لِمَنْ یجَهِّزَ إِلَیهِ وَ لَمْ یخْرُجْ لَعَلَّهُ تُصِیبُهُ لِقِلَّةِ نَصِیبِهِ قَالَ: یعْطِیهِ اللَّهُ بِکلِّ دِرْهَمٍ أَنْفَقَهُ- مِثْلَ أُحُدٍ مِنَ الْحَسَنَاتِ وَ یخْلِفُ عَلَیهِ أَضْعَافَ مَا أَنْفَقَهُ وَ یصْرَفُ عَنْهُ مِنَ الْبَلَاءِ مِمَّا قَدْ نَزَلَ لِیصِیبَهُ وَ یدْفَعُ عَنْهُ وَ یحْفَظُ فِی مَالِهِ.

হিশাম বিন সালেম ইমাম জাফর সাদিক (আঃ)-কে জিজ্ঞেস করলেনঃ

যদি কেউ অসুস্থতা বা কোনো অসুবিধার কারণে ইমাম হোসাইন (আ.)-এর জিয়ারত করতে অক্ষম হয় এবং তার জায়গায় অন্য কাউকে ইমাম হোসাইন (আ.)-এর জিয়ারত করতে পাঠায় (অর্থাৎ তার যিয়ারতের খরচ বহন করে) তাহলে তার পুরস্কার কী হবে?

তখন ইমাম (আঃ) বললেনঃ সে যে দিরহাম ব্যয় করবে তার জন্য মহান আল্লাহ তার জন্য উহুদ পর্বতমালার মতো কল্যাণ লিখে দেবেন। সে যা ব্যয় করেছে তার একটি অংশ তাকে এই পৃথিবীতেই শোধ করা হবে। তিনি ঐ ব্যক্তির উপর আসা সমস্ত বিপদ-আপদকে প্রতিহত করবেন (জিয়ারাতের জন্য পৌঁছানো পর্যন্ত) এবং তার সম্পত্তি রক্ষা করবেন।

(কামিলুজ জিয়ারাত, পৃ. ১২৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha